ফাতেমা ও হানিফ চক্রের ভয়ংকর প্রতারণার ফাঁদ!

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫

বিশেষ প্রতিনিধি :: চট্টগ্রামে ঋণ দেয়ার নামে ফাতেমা ও হানিফ নামক একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে নানা ছদ্মবেশে সাধারণ মানুষ থেকে ফাঁদে পেলে অর্থ আত্মসাধের অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলীর থানায় এলাকার ফরিদ উদ্দিন নামের এক ভুক্তভোগী জানান, ফাতেমা, রহিমা ও জেসমিন নামধারী একাধিক নারী, যাদের বিরুদ্ধে সরকারি মামলাও রয়েছে বর্তমানে আত্মগোপনে থেকে প্রতারণা চালিয়ে যাচ্ছেন।

 

 

প্রতারণার কৌশল এই চক্রটি বিভিন্ন নামে “সমিতি” খুলে সাধারণ গৃহবধূ, নিম্নবিত্ত ও চাকরিজীবীদের কাছ থেকে মাসিক কিস্তির মাধ্যমে টাকা আদায় করে। শুরুতে কিছু লোভনীয় প্রস্তাব দিয়ে আস্থা অর্জন করলেও পরে কেউ টাকা তুলতে গেলে শুরু হয় টালবাহানা, হুমকি এবং অবশেষে গা ঢাকা টর্গেট এলাকায় প্রতারণার এই চক্র চট্টগ্রামের পাঁচলাইশ, চাঁদগাঁও এবং খুলশী থানা এলাকা কে বিশেষভাবে টার্গেট করেছে। ভুক্তভোগীদের একজন জানান, আমি মাসে ২ হাজার টাকা করে ১২ মাস ধরে জমা দিয়েছি, এখন যখন টাকা চাই, তখন তারা ফোন বন্ধ করে দিয়েছে।

 

 

 

প্রশাসনের নীরবতা এই চক্রের বিরুদ্ধে কয়েকটি মামলা থাকলেও, প্রশাসনের ভূমিকা এখনো প্রশ্নবিদ্ধ। অনেকেই বলছেন, এই চক্রের সঙ্গে স্থানীয় প্রভাবশালী বা প্রশাসনের কিছু দুর্নীতিবাজ ব্যক্তি জড়িত থাকতে পারে, না হলে এত সহজে এতদিন ধরে প্রতারণা চালানো সম্ভব নয়। এলাকাবাসী ও সচেতন নাগরিকরা বলছেন: চক্রের সদস্যদের বিচারিক তদন্ত ও দ্রুত গ্রেফতার করে টাকা ফেরতের উদ্যোগ- সকল এলাকায় সমিতি ব্যবসার নামে প্রতারণার বিরুদ্ধে প্রচার অভিযান।