মিজানুর রহমান: চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে চান্দগাঁও থানার একটি আভিযানিক দল নগরীর কোতোয়ালী থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
পুলিশ জানায়, গত ৫ জুন রাত ১১টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকার পপুলার গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে এম. হান্নান রহিম তালুকদার ও তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগী বেআইনিভাবে প্রবেশ করে চাঁদা দাবি করেন।
তারা হুমকি দেন, চাঁদা না দিলে হোটেলের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। এ সময় তারা সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে কক্ষ তল্লাশি করেন এবং সেই ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় সমালোচনা।
ঘটনার পর হোটেলের এক স্টাফ জাকির হোসেন চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২০, ধারা-১৪৩/৪৪৮/৩৮৫/৫০৬ পেনাল কোড)।
ওসি আফতাব উদ্দিন বলেন, ‘সাংবাদিক পরিচয়ে কেউ গেস্ট হাউস বা হোটেলের কক্ষে গিয়ে তল্লাশি চালাতে পারে না। অভিযোগ থাকলে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার শুধু পুলিশের।’
প্রসঙ্গত, হান্নান রহিম তালুকদার নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার সম্পাদক ও সিএসটিভি২৪–এর চেয়ারম্যান বলে পরিচয় দেন। ফেসবুকে নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যও দাবি করলেও প্রকৃতপক্ষে তিনি সদস্য নন।
এছাড়া তার ফেসবুক প্রোফাইলে বিএনপি ও যুবদলের বিভিন্ন নেতাদের সঙ্গে তোলা ছবি, ভিডিও এবং যুবদলের পদপ্রার্থিতার পোস্টারও রয়েছে।
কথিত সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার (৪১) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া এলাকার হাজী মফজল আহমদের ছেলে। বর্তমানে তিনি নগরীর চান্দগাঁও থানাধীন খরমপাড়া ডিপুটি আবাসিক রোডের ‘হান্নান ভিলা’য় বসবাস করছেন।
উল্লেখ্য যে তার বিরুদ্ধে আনোয়ারা থানায় (এফআইআর নং-৭) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রয়েছে। এছাড়া সিএমপির চান্দগাঁও থানায় (এফআইআর নং-৩৪) এবং আনোয়ারা থানায় (সিআর নং-২১০৭/২১) আরও দুটি মামলা রয়েছে।