মানবিক পুলিশ অফিসারের হাতে নিহত শ্রমিক পরিবার পেল ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

মোঃ আলাউদ্দিন: চট্টগ্রামে ভবন থেকে পড়ে নিহত ৩ শ্রমিকের পরিবারকে নয় লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান মানবিক পুলিশ অফিসার এএসপি ওমর ফারুকের উদ্যোগে প্রতিটি পরিবার পেল ৩ লক্ষ টাকা।

 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন একটি নির্মাণাধীন বহুতল ভবনে গত ১৮ জুলাই কর্মরত অবস্থায় মাচা ভেঙে পড়ে সুবর্ণচরের তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন— হাসান, মোঃ রাশেদ ও মোঃ ফখরুল।তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মোট ৯ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) চট্টগ্রাম জেলা পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার ও সুবর্ণচরের সন্তান আবু জাফর মোঃ ওমর ফারুক ইসলামিক শরিয়া মোতাবেক প্রতিটি পরিবারকে ৩ লক্ষ টাকা করে প্রদান করেন।

 

এই ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সুবর্ণচরের চর ক্লার্ক কেরানী বাজার ও চরবাটা সমীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী ও হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ মহিউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ সময় বক্তারা এএসপি ওমর ফারুকের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “তিনি সুবর্ণচরের মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়ান। তার এই মহৎ কাজের জন্য সুবর্ণচরের মানুষ কৃতজ্ঞ। আমরা দোয়া করি তিনি আমৃত্যু মানুষের সেবা করে যেতে পারেন।”