পতেঙ্গায় চলছে পারমিট বিহীন গাড়ি,নীরব ট্রাফিক বিভাগ, নেপথ্যে মাসোয়ারা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫

কামাল উদ্দিন: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে রুট পারমিট বিহীন H-power গাড়ি নিরব ভূমিকা পালন করছে ট্রাফিক বিভাগ। পতেঙ্গার কাঠগড় মোড় থেকে কর্ণফুলী ইপিজেড হয়ে কাজীর গলি পর্যন্ত কোন ধরনের রুট পারমিট ছাড়াই চলছে এসকল গাড়ি। অন্যদিকে কাঠগড় মোড় থেকে সীবিচ পর্যন্তও দাপিয়ে বেড়াচ্ছে এসকল গাড়ি। পতেঙ্গা ট্রাফিক বিভাগ দেখেও না দেখার ভান করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যার ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ও সড়কে জনদুর্ভোগ।

 

স্থানীয়দের তথ্যসূত্র অনুযায়ী ট্রাফিক বিভাগকে মোটা অংকের মাসোহারা দিয়েই চলছে এ সকল গাড়ি। দৈনিক,সাপ্তাহিক ও মাসিক প্রতিটি গাড়ি থেকে চাঁদা তুলে ম্যানেজ করা হচ্ছে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে যা নিয়ন্ত্রণ করছে কাউসার গং।এ বিষয়ে জানতে পতেঙ্গা ট্রাফিক বিভাগের টিআইয়ের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও কোন সাড়া মেলেনি।

 

 

নগরীর ৬,১৩ ও ১১ নং রুটের একাধিক বাস মালিকের সাথে কথা বলে জানা যায় বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়েও এ সকল গাড়ির কারনে যাত্রী হারাচ্ছে বাসগুলো। পাশাপাশি এ সকল গাড়ির অপেশাদার ড্রাইভারদের কারণে প্রতিনিয়তই বাড়ছে সড়কে দুর্ঘটনা ও যানজট।

 

 

স্থানীয় সচেতন মহলের দাবি অনতিবিলম্বে এ সকল গাড়ি চলাচল বন্ধ করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও যানজট থেকে মুক্ত করবে স্থানীয় প্রশাসন।