নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের মিনি টেকনাফ হিসেবে খ্যাত হাটহাজারী মডেল থানার বুড়িশ্চর ধুপফুল এলাকাকে মাদক জুয়া ও কিশোর গ্যাংয়ের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। উক্ত এলাকাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষ্যে এলাকাবাসীর মানব বন্ধন করেছেন।ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো:সেলিম সভাপতি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি ও মানবাধিকার সংগঠন নেতা মোঃ সরোয়ার আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম,সহ সাধারন সম্পাদক মেম্বার মো:শফি,হাসেম, জসিম, মহিউদ্দিন, ইউসুফ, হাসান সহ আরো অনেকে।
উপস্থিত বক্তারা মাদক ও সন্ত্রাসের প্রভাবে ধূপপোলে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও ধুপপোল এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।